হেফাজত নেতাকর্মীদের গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আজ (শুক্রবার) তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সাবেক ওসি রফিকুলের বিরুদ্ধে হাটহাজারী থানায় দুটি হত্যা মামলা রয়েছে। দুটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হেফাজত নেতাকর্মীদের গুলি করে হত্যার ঘটনায় মামলাগুলো দায়ের হয়েছে।

২০২১ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের আন্দোলন শুরু হয়। ওই সময় হাটহাজারী মাদ্রাসা থেকে বের করা একটি মিছিলে গুলি চালায় পুলিশ। এতে চার শিক্ষার্থী নিহত হন। হাটহাজারী থানায় তৎকালীন ওসির দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই ঘটনায় দুটি হত্যা মামলা হাটহাজারী থানায় দায়ের হয়।

এমআর/এমজে