সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন এলাকা থেকে নিখোঁজ কিশোরকে খুঁজছে তার পরিবার। ১৬ বছর বয়সী কিশোরের নাম আব্দুল্লাহ আহমদ জিয়াদ।

পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে না পেরে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সে বাড়ি থেকে বের হয়ে যায়।

নিখোঁজ কিশোরের বাবা কার্ডিয়াক অ্যানাস্থেসিওলজিস্ট ডা. বাবর তালুকদার এবং তার মা গাইনোকোলজিস্ট ডা. জান্নাতুল ফেরদৌস। 

কিশোরের মামা লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮-এর অধিনায়ক ছিলেন। কয়েকদিন আগে তিনি বদলি হয়েছেন।

চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ কিশোরকে গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় দেখা গেছে। ওইসময় পরিবারের সঙ্গে যোগাযোগের এক ফাঁকে কৌশলে জিয়াদ পালিয়ে যায়। তাকে পাওয়া গেলে ০১৭৬৯০০৫১২৭- এই নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে পরিবার।

এমআর/এমজে