ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মোহাম্মদপুর নতুন কাঁচাবাজার ডিএনসিসির নিয়ন্ত্রণে আনা, শৃঙ্খলা ফিরিয়ে এনে নির্মাণ কাজের বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য কমিটি গঠন করেছে সংস্থাটি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে অফিস আদেশ জারি করে এই পাঁচ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, গঠিত কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে পূর্ণাঙ্গ মতামতসহ সুপারিশ করবে।

জানা গেছে, গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে এবং সদস্য সচিব হয়েছেন ডিএনসিসির পরিকল্পনা ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী।

কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং ডিএনসিসির সহকারী আইন কর্মকর্তা।

এএসএস/জেডএস