‘ডায়ালাইসিস বন্ধে ঝুঁকিতে ২১০ রোগী’ গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

ভয়াবহ বন্যা কবলিত ফেনীতে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ থাকা, বেসরকারি হাসপাতালের সুযোগ গ্রহণ ও অনিয়ন্ত্রিত খরচ, কিডনি জটিলতার রোগীদের ব্যাপক ভোগান্তিতে পড়েছে রোগীরা।

মানবাধিকার কমিশন বলছে, বিষয়টি উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুকরণে অতিদ্রুত প্রয়োজনীয় ও বিকল্প ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

সুয়োমটোতে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবা সচল রাখার জন্য অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বেসরকারি ডায়ালাইসিস সেবা প্রদানকারী হাসপাতালগুলোতে রোগীদের জীবন রক্ষার্থে ডায়ালাইসিস ফি সাধারণ মানুষের সক্ষমতার মধ্যে নির্ধারণ করে কমিশনে প্রতিবেদন প্রেরণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। পাশাপাশি, ডায়ালাইসিস সেবা না পেয়ে যাতে কোনো ব্যক্তির মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ফেনী জেলা প্রশাসককে বলা হয়েছে।

জেইউ/এমজে