স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১০ মে) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে এ অভিযান চালানো হয়। অভিযানে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, সোমবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি তিনটি মামলায় সর্বমোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

এএসএস/আরএইচ