খাবার অনুপযোগী গুঁড়া মরিচ তৈরি করে বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার হাজী নজীব আহমেদ সওদাগরের মিলে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। 

এমআর/এমজে