মহাপরিচালক পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৬ মহাপরিচালকের দপ্তর পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে এ দপ্তরে রাষ্ট্রাচার রয়েছে। নতুন রাষ্ট্রাচার প্রধান করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমকে। এছাড়াও তিনি অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব হি‌সে‌বে উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকের দা‌য়িত্ব পালন কর‌বেন।

খন্দকার মাসুদুল আলম দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে থেকে উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। 

আর রাষ্ট্রচার প্রধান নাঈম উদ্দিন আহমেদকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের পরিচালক (সংস্থাপন) সবুজ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন

অফিস আদেশ থেকে জানা গেছে, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক গবেষণার দায়িত্ব থাকা তারেক আহমেদকে আন্তর্জাতিক সংস্থাসমূহের মহাপরিচালক করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাসমূহের মহাপরিচালক ওয়াহিদা আহমেদকে বহুপাক্ষিক অর্থনৈতিক উইংয়ের দায়িত্বে দেওয়া হয়েছে।

রাষ্ট্রাচার প্রধান নাঈম উদ্দিন আহমেদকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক করা হয়েছে। লোভনীয় পদ রাষ্ট্রাচারে নাঈম উদ্দিন বছরখানেক দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের মার্চ থেকে তিনি রাষ্ট্রাচার পদে দায়িত্ব পালন করে আসছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে পেশাদার এই কূটনীতিকের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

কূটনীতিক নাঈম রাষ্ট্রাচার প্রধানের আগে টরেন্টোর বাংলাদেশ মিশনে কনসাল জেনারেল ছিলেন। তিনি টানা ৯ বছর বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে দূতিয়ালি করেছেন।

অন্যদিকে খন্দকার মাসুদুল আলম দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে থেকে উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। তাকে বর্তমানে রাষ্ট্রাচার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, সম্প্রতি বিদেশি মিশন থেকে সদর দপ্তর ঢাকায় ফিরে বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগের মহাপরিচালকের দেখভালের দায়িত্ব পান সঞ্চিতা হক। খুব স্বল্প সময়ের মধ্যে তার উইং পরিবর্তন করে নতুন দায়িত্বে গবেষণা অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে।

আর দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক রাহাত বিন জামানকে গুরুত্বপূর্ণ অনুবিভাগ জাতিসংঘের মহাপরিচালক করা হয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্রচার প্রধানের পদটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে লোভনীয় পদ বলে মনে করেন অনেকে। সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধা‌নের সব সফ‌রের সঙ্গী হওয়ার সুযোগ পান রাষ্ট্রাচার প্রধা‌ন। এছাড়া, ঢাকায় বিদেশি কূটনীতিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির দেখভালের দায়িত্ব পালন করে থাকে রাষ্ট্রাচার উইং। 

এনআই/এসকেডি/এনএফ