চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে সাইফুল ইসলাম সজীব নামে এক যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকায় জনতার হাতে আটক হন সাইফুল ইসলাম। পরে তাকে মারধর করে সকাল ৮টার দিকে লোহাগাড়া থানায় এনে বুঝিয়ে দেন স্থানীয়রা। থানায় আনার পর তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর আশ্বাস দেয় পুলিশ। কিন্তু স্থানীয়রা থানা থেকে যাওয়ার কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর লোহাগাড়া থানা এলাকায় জড়ো হয়েছেন স্থানীয়রা। তারা এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করছেন।

মাঈনুদ্দিন হাসান নামে একজন ঢাকা পোস্টকে বলেন, আমরা থানা থেকে যাওয়ার কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মারধরের কারণে তিনি পায়ে ব্যথা পেয়েছেন। এ কারণে পালিয়ে যাওয়ার মতো তার শারীরিক সক্ষমতা নেই। হয়ত পুলিশ তাকে থানার পেছন দিক দিয়ে ছেড়ে দিয়েছে। অথবা গাড়ি দিয়ে তাকে থানা থেকে বের করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের সোর্স হওয়ার কারণে তাকে হয়ত এ সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা ওসির অপসারণ দাবি করছি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে জানান, লোহাগাড়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এমআর/এসএসএইচ