চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে মতবিনিময় সভায় আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

লালদিঘী মাঠ এলাকায় দেখা যায়, দুপুরের পর থেকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। এ সময় কারও কারও হাতে জাতীয় পতাকা দেখা যায়। সভাকে কেন্দ্র করে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

শিক্ষার্থীদের সভাস্থলে এক অন্যের সঙ্গে স্মৃতিচারণ ও গল্প করে সময় কাটাতে দেখা যায়। কেউ কেউ জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করছেন। তারা ওই সময় পুলিশ ও ছাত্রলীগের বাধা উপেক্ষা করে কীভাবে মাঠে থেকেছেন, সেটি নিয়ে আলোচনা করছেন।

সভায় আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিদুয়ান বলেন, স্বৈরাচার পতনের একদিন আগে অর্থাৎ ৪ আগস্টও লালদিঘী এলাকায় আন্দোলন করেছি। ওইদিন ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ওপর আক্রমণ করে। সেদিনের ভয়াবহতা আসলে অন্যরকম ছিল। তাদের অস্ত্রের মুখে আমাদের নিরস্ত্র সহপাঠীরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। 

এর আগে গতকাল (শনিবার) গণমাধ্যমকর্মীদের কাছে একটি বার্তা পাঠায় সমন্বয়করা। এতে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করা হচ্ছে। 

এমআর/এমজে