চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনছারুল আলম চৌধুরী (৫৯) নামে এক ঋণখেলাপিকে আটক করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশের একটি টিম। পরবর্তীতে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

আনছারুল আলম চট্টগ্রামের খাতুনগঞ্জের আনসার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। তিনি রাউজান উপজেলার কোয়েপাড়ায় এলাকার বাসিন্দা মফিজুল আলম চৌধুরীর ছেলে।

পুলিশের একটি সূত্র জানায়, আনছারুল আলম বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের ঋণ কেলেঙ্কারির অন্যতম হোতা। তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠ আত্মীয়। তিনি ইসলামী ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক। এই শাখা থেকে প্রায় ১৪০০ কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি।

নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, সোমবার সকালে দুবাইগামী ইউএস বাংলার একটি ফ্লাইটযোগে ব্যবসায়ী আনছারুলের দেশত্যাগের কথা ছিল। এর আগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/পিএইচ