পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুন নূর মুহাম্মদ আল-ফিরোজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। 

এ পদে নিয়োগ পেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম। 

সোমবার (০২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এ দুই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়।

এসএইচআর/জেডএস