দুদকের ৯৪ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি
নয় শ্রেণির ৯৪ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ সেপ্টেম্বর) দুদক পরিচালক দাউদ হোসেন চৌধুরীর সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ছয়জন উপসহকারী পরিচালককে পদোন্নতি দিয়ে সহকারী পরিচালক করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, সাটলিপি কাম-কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী ও সহকারী পরিদর্শক থেকে ৪০ জনকে পদোন্নতি দিয়ে উপসহকারী পরিচালক করা হয়েছে।
এছাড়া, ছয়জন উচ্চমান সহকারী থেকে প্রধান সহকারী, ২১ জন উচ্চমান সহকারী থেকে সহকারী পরিদর্শক, দুইজন ডাটা এন্ট্রি অপারেটর থেকে উচ্চমান সহকারী, ১৩ জন কনস্টেবল পদ থেকে কোর্ট সহকারী (এএসআই) এবং ছয় অফিস সহায়ক পদে কর্মচারীকে পদোন্নতি দিয়ে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক করা হয়েছে।
আরএম/কেএ