লক্ষ্মীপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রামে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি স্বেচ্ছাসেবী টিম।

শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন।

তারা হলেন- মালেক মিয়া (২৩), রিফাত হোসেন (২১), মো. লিয়াকত (২৬), মঈন উদ্দিন (৩০), দেলোয়ার হোসেন (২০), সোহেল সিকদার (২৫), নিজাম উদ্দিন (২৫), তাকরিন আহমেদ (২৭) ও ইয়াকুব আলী (২৭)। আহতদের সবার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী আব্বাস উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আহতরা রেইনবো ফাউন্ডেশনের পক্ষ থেকে লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন। কাজ শেষে তারা একটি পিকআপযোগে চট্টগ্রামে ফিরছিলেন। ভোরে সীতাকুণ্ডে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আহতদের প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, স্বেচ্ছাসেবীদের বহনকারী পিকআপটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর পিকআপটি সড়কের পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এদিকে, শুক্রবার দুপুরে দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছেন মহানগর জামায়াতের আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তিনি হতাহতদের চিকিৎসার খোঁজ নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

এমআর/এমজে