‘নবায়নযোগ্য জ্বালানি মানেই কেবল সৌরশক্তি নয়’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি মানেই ‘সোলার’ এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। জমির স্বল্পতার জন্য ভাসমান সোলার সিস্টেমের দিকে এগুনো যায় কি না এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিওয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন, একই সাথে সোলার-এর ক্যাপাসিটিকে আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ করা জরুরি। জ্বালানি খাতে অনেক বদনাম আছে সবাইকে নিয়ে এ বদনাম ঘুচিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তাদের বেশ কিছু দাবি উপস্থাপন করেন এবং উপদেষ্টা সমস্যাগুলো সমাধানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিএসআরইএ-এর প্রেসিডেন্ট মো. নুরুল আকতার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ওএফএ/এসকেডি