প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নাদিরা সিম্পসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লবের সময় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয়। বৈঠকে বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক, কর্পোরেশন, ট্যাক্স, শুল্ক এবং সংখ্যালঘুসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়।
হাইকমিশনার বলেন, অস্ট্রেলিয়া এখন রোহিঙ্গা শিবিরে শান্তি বিনির্মাণ, সাংস্কৃতিক ও নেতৃত্বের ইস্যুগুলো প্রচার করছে।
তিনি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য একটি দাতব্য সংস্থায় এক বিলিয়ন ডলার অনুদান দেবে।
প্রধান উপদেষ্টা এই অনুদানের জন্য দেশটিকে ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ার কাছ থেকে বিনিয়োগ এবং বাণিজ্য ও অন্যান্য সহায়তা বাড়াতে চান।
এমএসআই/কেএ