‘ভুয়া নির্বাচন’ করা নির্বাচন কমিশনের (ইসি) সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল কি না, সেই প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন।

ইসি একটি মন্তব্য করেছে, তাদের কিছু বাধ্যবাধকতা আছে ৯০ দিনের। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশনের প্রথমে রিয়েলাইজ করা উচিত, তাদের সাংবিধানিক বাধ্যবাধ্যকতা কী ছিল? ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল?’

তিনি বলেন, ‘‘তারা আগে নিজেরা বিবেচনা করুক। ‘আপনি আচরি ধর্ম শেখাও অপরে’ আছে না... তারা প্রথমে আত্মসমালোচনা করুক। তারপর দেখা যাবে।’’

সাংবাদিকদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, ‘আপনারা শুনে খুবই খুশি হবেন, একটা পদক্ষেপ বলার লোভ সামলাতে পারছি না। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা আইডেন্টিফাই (শনাক্ত) করেছি। সেটিতে আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা যা করার, করণীয় ঠিক করেছি। কাজ শুরু করেছি। তার মধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ড অন্যতম।’

এসএইচআর/কেএ