দুর্নীতির ব্যাপারে আমরা কোনো আপস করবো না, এই কথা বলে যতগুলো সরকার এসেছে সবাই আপস করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। 

আজ (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সিনিয়র সচিব বলেন, দুর্নীতি দমনের জন্য পৃথক আইন আছে। আইন অনুযায়ী মামলা দায়ের হলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু আমরা আদালতে হস্তান্তর করব না। যদি মনে হয় আইন অনুযায়ী চলছে না, তাহলে সর্বোচ্চ দাপ্তরিক এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যা করা দরকার সেটা করবো। 

সিনিয়র সচিব বলেন, আপনারা দেখেছেন এতো ভিআইপি হাজতে আছে, আমরা যে তাদের ছেড়ে দেব সে স্কোপ নেই। স্বাস্থ্য সেক্টরেও দুর্নীতির জন্য মামলা হয়েছে, জেল হয়েছে, আরও হবে। আমরা বিচার কাজে ইন্টারফেয়ার করার নীতিতে বিশ্বাসী না। টেলিফোনে জামিন নেওয়াতেও আমরা বিশ্বাসী না। 

এমএম/এনএফ