‘ঘুষ’ নিচ্ছেন চসিকের হিসাবরক্ষক, পুরোনো ভিডিও ভাইরাল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি কয়েক বছর আগের বলে ধারণা সংস্থাটির কর্মকর্তাদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ঠিকাদারকে বিলের চেক বুঝিয়ে দিচ্ছেন মাসুদুল ইসলাম। সামনের জন চেক নিতেই দুটো ৫০০ টাকার নোট মাসুদুলের হাতে তুলে দিলেন। দ্রুত ওই টাকা প্যান্টের পকেটে ঢোকান মাসুদুল। পাশের আরেকজন ঠিকাদারও চেক নিয়েই ঘুষের টাকা বুঝিয়ে দিলেন। সেটিও কোনো রাখঢাক না করেই প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেন মাসুদুল।

চসিকের কয়েকজন কর্মকর্তা জানান, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে উত্তম নামের একজন অফিস সহায়ক রয়েছেন। তিনি ওই দপ্তর থেকে অন্তত দুই বছর আগে বদলি হয়েছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ভিডিওটি কয়েক বছর আগের।

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভিডিওটি একজন আমাকে পাঠিয়েছেন। আমি দেখেছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এমজে