রাজধানীর সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে ছাত্র-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে সেখান থেকে সরে যায় আনসার সদস্যরা। এরপর সচিবালয় মেট্রোরেল স্টেশনের নিচে দাড়িয়ে ভুয়া, ভুয়া স্লোগান দেন ছাত্র-জনতা।

রোববার (২৫ আগস্ট) সচিবালয়ের একাধিক গেইটে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রোববার রাত ৯টার পর ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়ে পড়ে আনসার সদস্যরা। টানা ১০ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জনতা সেখানে জড়ো হন। পরে সচিবালয়ের প্রেসক্লাব সংলগ্ন গেইটে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় আনসার সদস্যরা।

আরও দেখা যায়, প্রথমদিকে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও একপর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে।

এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে সকাল ১১টা থেকে সচিবালয়ের সবগুলো গেইট বন্ধ করে সচিবালয়কে কার্যত অকার্যকর রাখা হয়।

এমএম/এমজে