আনসার সদস্যদের আন্দোলনে কারণে কর্মঘণ্টা শেষ হওয়ায় প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সচিবালয়ে অবরুদ্ধ রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। বাধ্য হয়ে সচিবালয়ের ওয়াচ টাওয়ার দিয়ে উঁচু দেয়াল টপকে বের হচ্ছেন তাদের অনেকে।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের ক্লিনিক ভবন এবং আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের সবগুলো গেট বন্ধ। বাইরে এখনো আন্দোলন করছেন আনসার সদস্যরা। এতে নারী কর্মকর্তা-কর্মচারীরা বেশি বিপাকে পড়েছেন। তারা বলছেন, বাসায় গিয়ে রান্না করার প্রয়োজন। ছোট বাচ্চারা রয়েছে। আমাদের উদ্ধার করুন।

এদিকে, সচিবালয়ের পেছনের ওয়াচ টাওয়ার দিয়ে উঁচু দেয়াল টপকে এপিবিএনের সদস্যসহ অনেককে বের হতে দেখা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক এপিবিএন সদস্য বলেন, সকাল থেকেই ডিউটি করছি। সারাদিন খাবার খাইনি। এখন বাধ্য হয়ে দেয়াল টপকে বের হব। 

রেজওয়ান নামের এক কর্মচারী বলেন, কখন বের হতে পারব জানি না। এ এক অনিশ্চিত বিষয়। আমরা সকাল থেকে বন্দি। ভেতরে পর্যাপ্ত খাবার নেই। বাধ্য হয়ে দেয়াল টপকে বের হব।

প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে আজ সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। একপর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা ‌সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। তবে, তার কিছুক্ষণ পরেই আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এমএম/কেএ