বন্যা দুর্গত এলাকা ফেনীর ছাগলনাইয়াতে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা শুরু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বন্যা দুর্গত এলাকা ফেনীর ছাগলনাইয়াতে রোববার (২৫ আগস্ট) থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রোগীদের বিমান বাহিনী কর্তৃক চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়াও বন্যা দুর্গত এলাকা ফেনী থেকে জরুরি সেবা প্রদানের লক্ষ্যে গর্ভবতী মহিলাসহ অন্যান্য মুমূর্ষু রোগীদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি বাশারে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ১২টি হেলিকপ্টার ও পাঁচটি পরিবহন সার্বক্ষণিক প্রস্তুত আছে। এছাড়াও ইতোমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

এমএসি/এসএসএইচ