স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের ‘রেস্ট প্রথা’ বাতিল করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাহিনীর সদস্যরা।

রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এ কথা জানান আনসার প্রতিনিধিরা।

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আনসাররা সচিবালয়ের সবগুলো গেটের সামনে অবস্থান করছেন। তারা ঘোষণা দিয়েছেন, তাদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে বিকেলে সচিবালয়ে আন্দোলনকারী আনসারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর তিনি জানান, আনসারদের তিন বছর চাকরি করার পর ছয় মাস বিশ্রামে থাকার রেস্ট প্রথা বাতিল হচ্ছে। এছাড়া অন্যান্য দাবি-দাওয়া নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি সবকিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নেব।

তবে জাতীয়করণ ছাড়া আন্দোলন থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন সাধারণ আনসাররা। আব্দুর রহমান নামে এক আনসার সদস্য বলেন, আমাদের প্রতিনিধিদের মিটিংয়ে উপদেষ্টারা রেস্ট প্রথা বাতিলের কথা জানালেও আমরা এটা মানি না। আমরা চাই জাতীয়করণ। আমাদের এক দফা। এ দাবি মানতেই হবে। দাবি না মানলে আমরা রাজপথ ছাড়ব না।

এমএম/এমজে