ফেনীর বানভাসি মানুষদের দুঃসময়ে সহযোগিতা করার জন্য আরও একটি রিলিফ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটি আগামীকাল সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন থেকে ফেনীর ফাজিলপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাজিদ হাসান নির্ঝর বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল আরেকটি রিলিফ স্পেশাল ট্রেন চলবে পাহাড়তলী স্টেশন থেকে ফাজিলপুর পর্যন্ত। যারা যারা ত্রাণসামগ্রী দিতে চান, তারা পাহাড়তলী স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করুন। আর আমরা নগদ টাকা নিচ্ছি না। নগদ টাকা দিতে চাইলে আস-সুন্নাহ ফাউন্ডেশন কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর নম্বরে দিতে পারেন।

কয়েকটি নির্দেশনার কথা জানিয়ে সাজিদ হাসান বলেন, আগে থেকে বোট ম্যানেজ করার চেষ্টা করুন। মোবাইল নেটওয়ার্ক এখনো ডাউন। প্রয়োজনে ফাজিলপুর এলাকার স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করুন; বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। রেইনকোট নিয়ে নিন; ভালো সাঁতারু না হলে বেশি ভেতরে যাওয়ার প্রয়োজন নেই; ত্রাণসামগ্রী বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দয়া করে পোস্ট করবেন না।

এর আগে, শনিবার (২৪ আগস্ট) বানভাসি মানুষদের দুঃসময়ে সহযোগিতা করার একটি রিলিফ ট্রেন চালানো হয়েছে। ওই ট্রেনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ত্রাণসামগ্রী নেওয়া হয়েছিল।

এমএইচএন/কেএ