বন্যার্তদের সহায়তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের (১০ম গ্রেড থেকে তদূর্ধ্ব) এক দিনের বেতন দেওয়া হবে।

রোববার (২৫ আগস্ট) গৃহায়ন ও গণপূর্ত  মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বন্যার্তদের সহায়তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার (১০ম গ্রেড থেকে তদূর্ধ্ব) কর্মকর্তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, বন্যায় ১১ জেলায় ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ জন।

এসএইচআর/এসএসএইচ