চাকরি জাতীয়করণের দাবিতে কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে রাখে। আন্দোলনরত আনসার সদস্যরা কয়েকবার বিদ্যুৎ ভবনের পাশের গেট দিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যান।

এসময় প্রতিনিধি দলের একজন বলেন, ‘আমাদের বলেছে আপনারা ভেতরে আসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদের সঙ্গে কথা বলবে। দেখি কার সাথে নিয়ে বসায়, আমাদের দাবি পূরণ না হলে কোনো আশ্বাসে তো আমরা আন্দোলন ছাড়ব না। জাতীয়করণ করতে হবে।’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বলেন, আনসার সদস্যদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে এসেছেন। তারা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বৈঠকে বসেছেন।

আজ টানা চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছেন আনসার সদস্যরা। সচিবালয়ের চারপাশ ঘেরাওসহ প্রেস ক্লাবের সামনে তাদের সমাবেশের কারণে আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সচিবালয় থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারছে না।

এমএম/এসএসএইচ