কুমিল্লায় একটি গাড়ির শোরুমে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর উপজেলার আমতলী এলাকার রমনা ইন্টারন্যাশনাল মটরস নামের শোরুম টিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১টা ৩৫ মিনিট) আগুন নেভানোর চেষ্টা চলছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মহাসড়কের পাশে আমতলী এলাকার রমনা ইন্টারন্যাশনাল মটরস নামের একটি গাড়ির শোরুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে একটু সময় লাগবে। 

তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি এখনি এখনও। ক্ষয়ক্ষতির পরিমাণসহ পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এমএ