ছাত্র আন্দোলনে আহত ৫১০ শিক্ষার্থী সিএমএইচে চিকিৎসা নিতে আসেন
গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।
শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিএমএইচগুলোতে চিকিৎসা সেবা গ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অগ্রগতি প্রতিবেদন জানায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য সিএমএইচে সর্বমোট ৫১০ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। তার মধ্যে ২৪৬ জন আহত ছাত্র সিএমএইচগুলোতে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।
এএসএস/এসএসএইচ