দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় সর্বস্তরের জনগণের সঙ্গে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারও দেশের জনগনের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। এখানে উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সে তিন হাজারের অধিক দেশি-বিদেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িসহ বেশ কয়েকটি জেলা। এতে করে মানবিক বিপর্যয়ে পড়েছেন সেখানকার মানুষ। 

এদিকে বন্যার্তদের সহযোগিতায় নিজেদের বেতনের একদিনের অর্থ দিয়েছে ঢাকা পোস্টের কর্মীরা। এছাড়া র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নগদ, বিকাশসহ বেসরকারি অনেক প্রতিষ্ঠান তাদের একদিনে সমপরিমাণ বেতন দিয়েছে।

এসএম