বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। জালাল আহমেদকে আগামী তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জালাল আহমেদের চাকরির মেয়াদ হবে তিন বছর এবং এই মেয়াদ দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। তিনি যে কোনো সময় এক মাসের নোটিশ প্রদানপূর্বক পদত্যাগ করতে পারবেন। আর তার অপসারণের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ১১ ধারা প্রযোজ্য হবে।
আরও উল্লেখ করা হয়, নিয়োগ প্রাপ্তির পর তিনি নিজ নামে বা বেনামে (পোষ্যদের নামে) বিদ্যুৎ ও জ্বালানি খাতভুক্ত কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন না।
প্রসঙ্গত, জালাল আহমেদ ৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। দীর্ঘদিন তিনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে কাজ করে অবসর গ্রহণ করেন। তার বাড়ি হবিগঞ্জ।
ওএফএ/এমজে