১১ জেলায় বন্যার পানিতে তলিয়ে অচল ২১.৬ শতাংশ টাওয়ার

টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পানির ঢলে আকস্মিক বন্যায় ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল অপারেটর কোম্পানির অনেক টাওয়ার। পর্যাপ্ত সতর্কতা এবং ব্যবস্থা গ্রহণ করার পরও বন্যার পানি জমে থাকার কারণে এরই মধ্যে ১১টি জেলায় পানিতে তলিয়ে অচল হয়ে গেছে ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বন্যায় প্লাবিত ১১টি জেলায় মোট ৬ হাজার ৯৮৬টি সাইটের (টাওয়ার) মধ্যে ৫ হাজার ৪৭৬টি সাইট সচল আছে। সে অনুযায়ী অচল টাওয়ারের হার ২১ দশমিক ৬ শতাংশ।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী এবং খাগড়াছড়ির টাওয়ার। এসব অঞ্চলে ক্ষতিগ্রস্ত টাওয়ারের যার শতকরা যথাক্রমে ৪২ দশমিক ৪ শতাংশ এবং ৪১ দশমিক ৫ শতাংশ। তবে অচল টাওয়ারসমূহ দ্রুত সচল করার ব্যবস্থা অব্যাহত আছে।

অপরদিকে, বন্যা দুর্গত এলাকায় টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখতে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লাসহ অন্যান্য অঞ্চলের জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামতের জন্য সংশ্লিষ্ট এলাকার ডাক, টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এছাড়া বন্যায় প্লাবিত ফেনী, কুমিল্লা ও অন্যান্য অঞ্চলে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ নেটওয়ার্ক নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিভিন্ন পদক্ষেপও নিয়েছে।

এর আগে, বন্যা কবলিত মানুষের জন্য ফ্রি মিনিট ও ইন্টারনেট ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি। সে অনুযায়ী, বন্যা কবলিত এলাকার গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেল গ্রাহকরা শর্তসাপেক্ষে নির্ধারিত টকটাইম ও এমবি ফ্রি ব্যবহার করতে পারবেন।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যা কবলিত মানুষের পাশে আছি আমরা সবাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার,
খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রামীণফোন গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#।

বাংলালিংক এই সুবিধা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষদের জন্য। অফারটি বন্যাকবলিত এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। এসব বাংলালিংক গ্রাহকরা ৩ দিন মেয়াদে ১০ মিনিট ও ৫০০ এমবি পাবেন। সেজন্য বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৯০০*৩#।

সাম্প্রতিক বন্যায় দুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রবি। তারাও ৩ দিন মেয়াদে ফ্রি দিয়েছে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট। এই অফারটি একবারই উপভোগ করা যাবে। সেজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে *২১২*১#।

বন্যায় কবলিত বন্ধুদের পাশে আছি সবসময় এমন ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেল। তারাও ৩ দিন মেয়াদে বিনামূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকরা নিতে পারবেন একবারই। সেজন্য ডায়াল করতে হবে *২১২*১#।

আরএইচটি/এমএ