চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কক্ষের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আলোচনা শেষে পরীক্ষা বাতিলের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। কিন্তু এ ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি না হওয়ায় সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৫টার কিছুক্ষণ আগে থেকে সচিবালয়ে সবগুলো গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রজ্ঞাপন জারির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে, দীর্ঘ সময় অফিস শেষ করে বাসায় ফিরতে না পারায় সচিবালয়ে কর্মরত পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেশি বিড়ম্বনায় পড়েছেন নারীরা। 

সচিবালয়ে অবরুদ্ধে এক নারী কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বাসায় ছোট বাচ্চা আছে। আমাদের এভাবে অবরুদ্ধ করে রেখে তাদের কী লাভ? দাবি তো মেনে নেওয়া হয়েছে। আমাদের জীবনের কী নিরাপত্তা নেই। 

এমএম/কেএ