বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি তাদের জন্য যা করা প্রয়োজন সবই করবে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ আশ্বাস দেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালের বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন। তিনি আহত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গেও। এ ছাড়া হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তখন রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা।

এনআই/এসএসএইচ