শা‌ন্তি‌তে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের স‌ঙ্গে কাজ কর‌তে চায় দ‌ক্ষিণ কো‌রিয়া।

দ‌ক্ষিণ কো‌রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃ‌তি‌তে এ কথা জা‌নানো হয়েছে।

মুখপা‌ত্র ব‌লেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে ব‌লে আশাবাদী দ‌ক্ষিণ কো‌রিয়া। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যে‌তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ দ‌ক্ষিণ কো‌রিয়া। 

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকা‌রের পতনের মধ‌্য দি‌য়ে সম্প্রতি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

এনআই/এনএফ