পুলিশ সদর দপ্তরের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের কর্মরত ঊর্ধ্বতন তিন কর্মকর্তার পদ রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক আইজিপি মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। 

জানা গেছে, অ্যাডিশনাল ডিআইজি (এলআইসি) মুনতাসিরুল ইসলামকে ওয়েলফেয়ার ট্রাস্টে, অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মোহাম্মদ নাসিরুল ইসলামকে এলআইসি শাখায় এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত অ্যাডিশনাল ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হিসেবে বদলি করা হয়েছে।

জেইউ/কেএ