১০ দিনের মধ্যে দেশের সকল আদালতকে প্লাস্টিকমুক্ত করার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়৷

বুধবার (১৪ আগস্ট) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের কর্মপরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত নিম্নলিখিত বিষয়ে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-

ক) পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ ও আইনগতভাবে নিষিদ্ধ বিধায় অধস্তন আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করা।

খ) জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন এবং প্রযোজ্যক্ষেত্রে বিদ্যমান মাতৃদুগ্ধপান কেন্দ্রসমূহ ব্যবহার উপযোগী করা।

গ) জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মহিলা ও পুরুষ বিচারপ্রার্থীর জন্য পৃথক শৌচাগার স্থাপন এবং প্রযোজ্যক্ষেত্রে বিদ্যমান শৌচারগারসমূহ ব্যবহার উপযোগী করা।

এমএম/এসকেডি