বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে কমিশনের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর লিখেছেন।

এতে মহিউদ্দিন আহমেদ বলেন, আমি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে চেয়ারম্যান পদে কর্মরত আছি। বর্তমানে আমি অসুস্থ এবং এই দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করার জন্য বিনীত অনুরোধও করেন তিনি।

তবে বিটিআরসির একটি সূত্র বলছে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আর অফিসে আসছেন না। এর আগ পর্যন্ত তিনি সুস্থতার সঙ্গেই কমিশনে দায়িত্ব পালন করেছেন।

অবশ্য সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধের ঘটনায় বিটিআরসির চেয়ারম্যানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দায়বদ্ধতা রয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে।

আরএইচটি/এমজে