ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পদোন্নতিসহ নানা ইস্যুতে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক সরকারি চাকরিজীবী। এ ইস্যুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, শিগগিরই পদোন্নতি নিয়ে সভা হবে। এরপর বিষয়গুলো নিয়ে সমাধান হবে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে পদোন্নতি বঞ্চিত বলে অভিযোগ করে আসছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। এ ইস্যুতে তারা নানা কর্মসূচি পালন করে আসছেন। 

এদিকে, পদোন্নতির দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মাসুদুল হাসানের কক্ষের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত অফিস সহায়ক, অফিস সহকারী, ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা পদোন্নতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা আজকের মধ্যে পদোন্নতি নিশ্চিতের দাবি জানান।

এসএইচআর/জেডএস