ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনাধীন সরকার পতনের পর সেবাপ্রদানকারী অনেক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তারা গা ঢাকা দেন। তবে ডিপিডিসি-ডেসকোর ক্ষেত্রে তেমনটা হয়নি। সংস্থা দুটির দুই ব্যবস্থাপনা পরিচালক সংঘাতের সময়েও অফিস করেছেন, এখনও করছেন।

রোববার (১১ আগস্ট) কথা হয় দুই প্রতিষ্ঠানে মুখপাত্রের সঙ্গে। তিনি জানান, আন্দোলন চলাকালীনও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ নোমান নিয়মিত অফিস করছেন।

তিনি বলেন, সাধারণ ছুটি বাদে তিনি প্রতিদিনই অফিস করেছেন। সরকার পরিবর্তনের পরেও তিনি দায়িত্ব অনুযায়ী অফিস করছেন।

অপরদিকে গত ফেব্রুয়ারি মাস থেকেই খালি রয়েছে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদ। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর) মীর নাহিদ আহসান।

আন্দোলন চলাকালীন এবং সরকার পরিবর্তনের পরবর্তী সময়েও তিনি অফিস করছেন বলে জানিয়েছেন ডেসকোর এক মুখপাত্র।

তিনি বলেন, সরকার পরিবর্তনের পরেও ব্যবস্থাপনা পরিচালক নিয়মিত অফিস করছেন। আন্দোলন চলাকালীন সময়েও তিনি অফিস করেছেন।

ওই মুখপাত্র বলেন, তবে প্রতিষ্ঠানটি এখন ভারপ্রাপ্ত পরিচালক দ্বারা চালিত হচ্ছে।

ওএফএ/পিএইচ