ছাত্র-জনতার অভুত্থ্যানে শেখ হাসিনা সরকারের পতনকে অনেকেই দেশের দ্বিতীয় স্বাধীনতা বলে মনে করছেন। তবে এরসঙ্গে একমত নন প্রবাসী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। বরং এ তুলনাকে তিনি মহান মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে বলেই মনে করছেন। একই সঙ্গে তিনি এও মনে করছেন যে— দেশ আগেও স্বাধীন ছিল না, স্বাধীন এখনও নয়।  

আজ (বৃহস্পতিবার) সকালে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এসব লিখেছেন তসলিমা নাসরিন। 

তসলিমা নাসরিন লিখেছেন— গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কিছু লোক দাবি করছে, এটি একটি মুক্তিযুদ্ধ, দাবি করছে  যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারা শহীদ। একে মুক্তিযুদ্ধ নাম দিয়ে ৭১এর মহান মুক্তিযুদ্ধকে অপমান কি না করলেই নয়!  বলা হচ্ছে দেশ ''স্বাধীন'' হয়েছে। না, দেশ আগেও স্বাধীন ছিল না, স্বাধীন এখনও নয়। দেশ এখন দেশদ্রোহীদের হাতে বিপন্ন। যারা দেশের সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিচ্ছে, যার ফলে হাজারো সংখ্যালঘু দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে, যারা পুড়িয়ে ছাই করে দিচ্ছে, দেশের জাদুঘর, পাঠাগার, একাডেমি, থিয়েটার, সিনেমাহল, ভেঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে ভাষ্কর্য, মনুমেন্ট, যারা মানুষের বাড়িঘর  লুট করছে, বাড়ি ঘরে  চুরি ডাকাতি করছে --- তারা দেশদ্রোহী ছাড়া কিছু নয়।  

দেশের মাটি অনেককাল থেকেই কামড় দিয়ে রেখেছে মৌলবাদী এবং জিহাদি অপশক্তি। তিরিশ বছরের নির্বাসন থেকে আমি যদি দেশে ফিরতে পারি, যদি প্রাণের ভয়ে ভিন দেশে পাড়ি দেওয়া মুক্তচিন্তক, যুক্তিবাদী, নিরীশ্বরবাদীরা  দেশে ফিরতে পা্রে, যদি  সংখ্যালঘুরা তাদের ফেলে যাওয়া  ভিটেমাটিতে ফিরতে পারে, নির্ভয়ে  নিরাপদে দেশে বাস করতে পারে, তবেই দেশকে বলা যায় স্বাধীন। তার আগে নয়।

এনএফ