আজই পদোন্নতি চান জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীরা

দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর এবার নড়েচড়ে বসেছেন সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিএনপিপন্থি কর্মচারীরা। তাদের দাবি, আজকের মধ্যেই তাদের পদোন্নতি দিতে হবে।

বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে সচিবালয়ে কর্মচারীরা আসার পর দুপুর ১২টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে একত্রিত হন পদোন্নতি বঞ্চিত কর্মচারীরা। এ মন্ত্রণালয়ের পদোন্নতি বঞ্চিত প্রায় একশ কর্মচারী একত্রিত হয়ে জরুরি আলোচনা করেন। তৈরি করেন পদোন্নতি বঞ্চিতদের তালিকা। পরে এ তালিকা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) রিপন চাকমার দপ্তরে যান তারা। তাকে না পেয়ে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন তারা। পরে তারা পুনরায় আবার আলোচনায় বসেন।

এ মন্ত্রণালয়ের পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের সভাপতি এ বি এম আলামিন বলেন, আমরা চাই আজকের মধ্যেই আমাদের পদোন্নতি দিতে হবে। আওয়ামী সরকারের আমলে অনেকে আমাদের পরে যোগদান করেও তারা আমাদের আগে পদোন্নতি পেয়েছেন। অনেকেই পরে যোগদান করে জ্যেষ্ঠতার তালিকার আগে স্থান পেয়েছেন। এতদিন আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।

এমএম/এমএ