শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) এ বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী সকলকে নজরদারিতে রাখা হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বিমানবন্দরে কেউ আটক হননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিমানবন্দরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সেনাবাহিনীর নির্দেশনা পাওয়ার পর থেকে আমরা সতর্ক রয়েছি। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে সিকিউরিটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ নির্দেশনা দিয়েছি।
এর আগে, ছাত্রজনতার প্রতিরোধের মুখে সোমবার শেখ হাসিনা সরকারের পতন হয়। এদিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি। সোমবার দুপুরে এ খবর ছড়িয়ে পড়ে। এতে চট্টগ্রামের অলিগলি থেকে প্রধান সড়কের নেমে পড়ে লোকজন। এরপর থেকে চট্টগ্রামের আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা গা-ঢাকা দেন।
এমআর/এসকেডি