আগুনে পুড়ে অঙ্গার মোহাম্মদপুর থানা, যা দেখা গেল
শেখ হাসিনার পদত্যাগের পর দেশের অধিকাংশ সরকারি স্থাপনায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। বিশেষ করে বেশি হামলা চালানো হয় থানাগুলোতে। তাদের হাত থেকে রক্ষা পায়নি রাজধানীর মোহাম্মদপুর থানাও। এটিতে আগুন জ্বালিয়ে দেয় তারা।
মঙ্গলবার (৬ আগস্ট) সরেজমিনে মোহাম্মদপুর থানায় গিয়ে দেখা যায়, বিক্ষুব্ধ জনতার আক্রোশে মোহাম্মদপুর থানা এখন শুধু একটি ধ্বংসস্তূপের নাম। ভবনটি ছাড়া এর কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। পড়ে রয়েছে কেবল পোড়া কঙ্কাল!
বিজ্ঞাপন
থানার ভেতরে পুরোটাই অন্ধকার। তবে হালকা আলোতে দেখা যায়, সবকিছুই লন্ডভন্ড। ওসির রুম থেকে শুরু করে সবগুলো রুমে ভাঙচুর চালানো হয়েছে। ভেতরে থাকা সেসব ধ্বংসস্তূপ থেকে অনেকেই আবার নানান জিনিস সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। তারা পুলিশকে গালিগালাজ করতে করতে থানা থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন
এছাড়া থানার কম্পাউন্ডে থাকা অধিকাংশ গাড়ি পুড়িয়ে ছাই করিয়ে দেওয়া হয়েছে। আগুন থেকে কিছু কিছু গাড়ি রক্ষা পেলেও সেগুলো ভাঙচুরের হাত থেকে রেহাই পায়নি। উৎসুক জনতাকে সেসব গাড়ি থেকেও পার্টসপাতি খুলে নিতে দেখা যায়।
কেউ কেউ লুটপাট থামানোর চেষ্টা করলেও অধিকাংশই তা শুনছেন না। পুলিশ আর সরকারকে গালিগালাজ করতে করতে ইচ্ছামতো জিনিস নিয়ে যাচ্ছেন।
তবে থানার আশপাশে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।
ওএফএ/এমএ