বঙ্গভবনে গেলেন মির্জা ফখরুল ও জামায়াত আমিরসহ অনেক নেতা
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে সেখানে প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেক বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজত নেতা মামুনুল হক ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ আরও কয়েকজন নেতা।
আজ সোমবার একটি মিনিবাসে করে তাদের বঙ্গভবনে পাঠানো হয়।
বিজ্ঞাপন
বঙ্গভবনে যারা গেছেন তারা হলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির জিএম কাদের, মজিবুল হক চুন্নু, হেফাজতে ইসলামের মামুনুল হক, মাহাবুবুর রহমান, জামায়াতের ডা. শফিকুর রহমান ও হেফাজতে ইসলামের মেজর জেনারেল ফজলে রাব্বি (অব.)।
আরও ছিলেন শামিম হায়দার, জামায়াতে ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, মুফতি মনির কাসেমী, জামায়াতে ইসলামের শেখ মো. মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি।
এআর/কেএ