সচিবালয়ে সেনাবাহিনীর গাড়ি ঘিরে জনতার উল্লাস

শেখ হাসিনার পতনের পর সচিবালয়ের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর গাড়ি ঘিরে হাজার হাজার জনতা উল্লাস শুরু করেছে। সাধারণ জনগণের সঙ্গে করমর্দন করছেন সেনা সদস্যরা। জনগণ সেনা বাহিনীকে স্যালুট জানাচ্ছে।

এদিকে সচিবালয়ের সব গেটে লাগানো শেখ হাসিনার সব ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের খবরের পরই আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। বিজয় উল্লাসে ফেটে পড়ে নারী-পুরুষ সহ সাধারণ মানুষ।

এমএইচডি/এসকেডি