আওয়ামী সরকার পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবণে প্রবেশ করেছেন হাজারো ছাত্রজনতা। গণভবনের প্রতিটি আসবাব যেমন লেপ, কাঁথা, বালিশ ও চেয়ার থেকে শুরু করে যে যা পাচ্ছে ভাগ করে নিচ্ছেন। যে যা পারছেন নিয়ে বের হয়ে যাচ্ছেন। 
 
সোমবার (৫ আগস্ট) সরেজমিন গণভবনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গণভবনের সভাকক্ষে বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে সঙ্গে উদ্যম নৃত্যে মেতেছেন বিক্ষোভকারী জনতা। আরেকদিকে ঘড়ি, রাউটার, কাগজ, কম্পিউটার, চেয়ার, সোফা, এসি, ফ্রিজ, দেয়ালিকা থেকে শুরু করে সবকিছু নিতে বের হচ্ছেন বিক্ষোভকারীদের একাংশ৷ তবে, গণভবনের ফটকে কিছু বিক্ষোভকারী এসব মালামাল একত্রিত করছেন। জনসাধারণকে নিতে বাধা দিচ্ছিলেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, এ সম্পদ আমাদের। আমরাই নিয়ে যাচ্ছি। আজ আপামর জনসাধারণের বিজয় দিবস। 

এদিকে, রাজধানীর বিজয় সরণীতে আনন্দ মিছিল করছেন বিক্ষোভকারীরা। তাদের সঙ্গে এ মিছিলে যোগ দিয়েছেন রিকশাচালক, চিকিৎসক ও শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ৷ 

এমএম/কেএ