আপডেট : সকাল ৯টা পর্যন্ত
ঢাকার প্রবেশপথ শনির আখড়া ফাঁকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর শনির আখড়ার অংশ ফাঁকা রয়েছে। এ মুহূর্তে মহাসড়কে অল্প সংখ্যক রিকশা, অটোরিকশা ছাড়া কিছুই চলাচল করছে না। লোকজনের চলাফেরাও কম। ফলে এই এলাকায় একরকম নীরবতা বিরাজ করছে।
রোববার (৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত সরেজমিন এই চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত কারফিউয়ের কারণে সড়কে সাধারণ মানুষের চলাচল খুব কম। রাস্তায় কিছু সংখ্যক রিকশা, অটোরিকশা চলাচল করছে। প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না।
এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলকারীদের ঘোষিত আজকের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে এ মহাসড়কের বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। ঢাকার বিভিন্ন প্রবেশপথে তাদের কঠোর অবস্থান রয়েছে।
অন্যদিকে, রাজধানীতে আরেক প্রবেশপথ শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা যায়, কারফিউ জারি করার কারণে রাস্তা একেবারে ফাঁকা। সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকারের পদত্যাগের দাবি ও অসহযোগ আন্দোলনকে ঘিরে রোববার ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যাপক সংঘাত-সংঘর্ষ ও বহু সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
এসএইচআর/জেডএস