চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আট সহকারী কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, এতে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার মো. মুজাহিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি হিসেবে বদলি করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার সদর মুকুর চাকমাকে সহকারী পুলিশ কমিশনার পাহাড়তলী করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার ডিবি-দক্ষিণ কামরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার চকবাজার হিসেবে বদলি করা হয়েছে। আর সহকারী পুলিশ কমিশনার চকবাজার হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ রাইসুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার দক্ষিণ ও পিআর পদে বদলি করা হয়েছে৷

একই আদেশে পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার ডিবি-উত্তর করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন কাজী মো. তারেক আজিজকে সহকারী পুলিশ কমিশনার বন্দর করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার সরবরাহ মো. মাহমুদল হাসান মামুনকে সহকারী কমিশনার ডবলমুরিং করা হয়েছে। আর সহকারী কমিশনার ডিবি উত্তর মো. দেলোয়ার হোসেনকে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কেএম/এসএসএইচ