ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ

ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস। পাশাপাশি যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

ভারতীয় হাইক‌মিশ‌নের ও‌য়েবসাই‌টে এ সতর্কবার্তা দেওয়া হয়।

জরুরি প্রয়োজনে ভারতীয় নাগরিকদের জন্য ২৪ ঘণ্টার হট লাইন চালু করেছে দূতাবাস।

ভারতীয় হাইক‌মিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে এই মুহূর্তে দেশটি ভ্রমণ না করতে এবং যারা দেশটিতে আছেন তাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে ভারত সরকার। 

যে কোনো জরুরি প্রয়োজনে ভারতীয় নাগরিকদের জন্য ২৪ ঘণ্টার হট-লাইন চালু করা হয়েছে। 

এগুলো হচ্ছে, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস হট লাইন +৮৮০১৯৩৭৪০০৫৯১ (হোয়াটসঅ্যাপ), চট্টগ্রামের সহকারী হাইকমিশন +৮৮০১৮১৪৬৫৪৭৯৯ (হোয়াটসঅ্যাপ), রাজশাহীর সহকারী হাইকমিশন +৮৮০১৭৮৮১৪৮৬৯৬ (হোয়াটসঅ্যাপ), সিলিটের সহকারী হাইকমিশন +৮৮০১৩১৩০৭৬৪১১ (হোয়াটসঅ্যাপ) এবং খুলনার সহকারী হাইকমিশন +৮৮০১৮১২৮১৭৭৯৯ (হোয়াটসঅ্যাপ)।

এনআই/কেএ