অসহযোগ আন্দোলন : ঢামেকে ৭ জনের মরদেহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত সাতজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মরদেহ আনা হয়।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী (২৩), ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিত উদ্দিন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী তোহিদুল ইসলাম, ভ্যানচালক রিয়াজউদ্দৌলা। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত রমিজ ও তোহিদুল ফার্মগেটে মেট্রোরেলের নিচে গুলিবিদ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজার, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, পল্টন, প্রেসক্লাব এবং মুন্সীগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১১১ জনকে এখানে আনা হয়। এর মধ্যে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএএ/এসকেডি