ঢাকার ইন্টারকন্টিনেন্টাল এলাকায় কয়েকজন গুলিবিদ্ধসহ আহতের খবরে আবারও বিক্ষুব্ধ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভ ও স্লোগানে ইন্টারকন্টিনেন্টালের দিকে মার্চ শুরু করেন তারা। এমন পরিস্থিতিতে সেখানে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে শাহবাগে থাকা ঢাকা পোস্টের প্রতিবেদক জানান, ঢাকার মিরপুর, উত্তরা, ধানমন্ডিসহ সারা দেশে হতাহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছিল শাহবাগে অবস্থান নেওয়া হাজার হাজার আন্দোলনকারী। এর মধ্যেই ঢাকার শাহবাগের নিকটবর্তী ইন্টারকন্টিনেন্টাল এলাকা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিসহ আঘাতে আহত অবস্থায় শাহবাগে আনা হয়। এই দৃশ্য দেখে বিক্ষুব্ধ হয়ে সাড়ে ৫টার দিকে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টালের দিকে মার্চ করেন আন্দোলনকারীরা। সর্বশেষ খবর অনুযায়ী সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

এইচএন/জেইউ/এসকেডি